দেবহাটা প্রতিনিধি:দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুল ইসলামের নামে অপপ্রচারে নিন্দা জানিয়ে গতকাল বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে মানববন্ধন ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ৩ অক্টোবর ৯নং ওয়ার্ডের গোবরাখালী সাইক্লোন সেন্টারে কুলিয়া ইউপি এর সাবেক চেয়ারম্যান মো: আছাদুল হকের কর্মী সমাবেশ মঞ্চে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন বক্তৃতা দেওয়ার সময় কুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুল ইসলামের নামে অশ্লীল, কটুক্তীমূলক, মিথ্যা ও কাল্পনিক কথা বার্তা বলা হয়। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ৮ই অক্টোবর কুলিয়া ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য ও ইউনিয়নের হাজার হাজার সাধারন মানুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্ষীয়ান আ’লীগ নেতা নুরুল মমিন, ইউপি সদস্য বিকাশ সরকার, ভরত চন্দ্র সরকার, অচিন্ত কুমার মন্ডল, প্রেম কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক হাফিজুল রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হুদা। এসময় কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিয়নের হাজারও মানুষের উদ্দেশ্যে কথা বলেন এবং কুলিয়া ইউনিয়নের পূর্বের অবস্থান আর বর্তমান অবস্থান তুলে ধরেন। তার কথা শুনে হাজারও মানুষের করতালি ও ¯েøাগানে মূখরিত হয়ে উঠে ইউনিয়ন পরিষদ চত্বর। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম তার আপন খালাতো ভাই মোশারাফ হোসেনের মিথ্যা কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বলেন, সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে ছিলো তখন তার সকল খরচ সহ তাকে বিভিন্ন সময় অর্থনৈতিক সহযোগিতা করে আসছি। আমরা দখলবাজী করে ক্ষমতায় আসিনি। ইউনিয়নের মানুষের ভালবাসায় আজকে এই চেয়ারে বসতে পেরেছি। জনগন চাইলে আবারও নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে আসবো আর না চাইলে আসবো না। জনগনের ভালবাসা নিয়ে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে এসেছি, ভালবাসা নিয়েই থাকতে চাই। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রাণী, সদস্য রওনক-উল-ইসলাম রিপন, আমিরুল ইসলাম, দেবহাটা উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সামছুজ্জোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ সরকার, কুলিয়া বাজার কমিটির সভাপতি এস এম মজনুর রহমান, আ’লীগ নেতা দিলীপ কুমার, মোসলেম মোল্যা প্রমূখ। এসময় মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধব ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হাজার হাজার সাধারন মানুষ কুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইমাদুল ইসলাম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের বিরুদ্ধে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে।