বেনাপোল প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ঘটনাসহ সারাদেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষন, নারী নিপীড়নের ঘটনায় সম্প্রক্ত ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে এর বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মৌন পদযাত্রা ও আলোক প্রজ্জলন করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ। বুধবার(অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের আয়োজনে এ প্রতিবাদ আলোক প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্টিত হয়। এরপর ছাত্রলীগ নেতা কর্মীরা বেনাপোল বাজারে মৌন পদযাত্রা করেন মোমবাতি জালিয়ে। ছাত্রলীগ নেতারা বলেন ধর্ষকের কোন দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটি দিতে চাই। বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ বলেন কিছু ফ্যাসিবাদি চক্র জননেত্রী শেখ হাসিনাকে নানান প্রশ্নের সম্মুখীন করে তোলা তার রাজনীতির জনপ্রিয়তা হৃাসের জন্য আজ ধর্ষনের মত ন্যাক্কারজনক কাজে লিপ্ত হয়েছে। আমরা এই বেনাপোল সীমান্ত থেকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তাদের আাইনের সপোর্দর জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আজ দেশের উন্নয়ন দেখে একটি চক্র ধর্ষনের মত অপকর্মে লিপ্ত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ম করতে উঠে পড়ে লেগেছে। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সহ সভাপতি আমিনুর রহমান, নাছির উদ্দিন প্রমুখ।