ঝিকরগাছা প্রতিনিধি: করোনাকালীন সময়ে যশোরের ঝিকরগাছায় পৌর সদরের ১নং ওয়ার্ডের বেলে বটতলা নামক স্থানে ধান মজুদ রাখার কারণে ২জন ব্যবসায়ীকে ৬০হাজার টাকা জরিমানা করেছে উপজেলার ভ্র্যাম্যমান আদালত। বুধবার (০৭ অক্টোবর) দুপুর দেড়টার সময় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান বলেন, আমাদের দেশে অধিক খাদ্য মজুদ আছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মালামাল মজুদ করে ক্রমাগতই মূল্য বৃদ্ধি করেই চলেছে। তারই ধারাবাহিকতায় বাজারেরও নিত্যপণ্যের দামও বৃদ্ধি পায়।
গোপন সংবাদের উপর ভিত্তি করে পৌর সদরের ঝিকরগাছা (বেলে বটতলা) গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামসুর রহমান ও শামসুর মোল্লার ছেলে মুছা মোল্লার নিকট হতে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারা মোতাবেক ৩০হাজার টাকা করে সর্বমোট ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাস, ইউএনওর অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রক্ষরিক) শাহাজালাল, থানার কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, তনয় মজুমদার প্রমুখ।