চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: অদ্য ০৬/১০/২০২০ তারিখ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট এর আয়োজনে আদিনা ফজলুল হক সরকারী কলেজ,চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপন কর্মসুচি আয়োজন করা হয়েছে। এ সময় বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম(BYCF) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট এর আহব্বায়ক(প্রস্তাবিত) ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) পিইউও, জনাব সারোয়ার জাহান এর অনুপস্থিতি তে অত্র সংগঠন এর যুগ্ন আহব্বায়ক (প্রস্তাবিত) সিইউও নাদিম মাহমুদ এর এর সভাপতিত্বে কার্যক্রমটি পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠন এর যুগ্ন আহব্বায়ক (প্রস্তাবিত) সিইউও নাদিম মাহমুদ, যুগ্ন আহব্বায়ক (প্রস্তাবিত) সার্জেন্ট ফরিদা খাতুন, সদস্য সচিব (প্রস্তাবিত) আবু সাঈদ আল জিহাদ, যুগ্ন সদস্য সচিব (প্রস্তাবিত) নাইম ইসলাম, যুগ্ন সদস্য সচিব (প্রস্তাবিত) সাব্বির রহমান, কার্যকারি সদস্য(প্রস্তাবিত) খাদেমুল ইসলাম, কার্যকারি সদস্য (প্রস্তাবিত)জহির, হেলাল, মোজাহিদ, মেহেদি, আহাদ সহ বিভিন্য সদস্য বৃন্দ। এ সময় যুগ্ন আহব্বায়ক সিইউও নাদিম মাহমুদ জানান, মুজিব বর্ষের আহব্বান ৩টি করে গাছ লাগান এই শ্লোগানের ভিত্তিতে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বপ্রথম স্থাপির সরকারী কলেজ, আদিনা ফজলুল হক সরকারী কলেজ এ বৃক্ষ রোপন করেছি।