বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ২৪০বোতল ফেন্সিডিল,৪কেজি গাঁজা ও১৭কেজি চন্দন কাঠ সহ ফয়সাল(১৯) ও তরিকুল(২৬)নামে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার(৫অক্টোবর) সকাল ৯ টার সময় সাদিপুর গ্রামে থেকে ফেনসিডিল ও গাঁজা এবং পুটখালী থেকে চন্দন কাঠ আটক করা হয়। আটকৃতরা হলো বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আব্দুল মুজিদ এর ছেলে ফয়সাল ও পুটখালী উত্তরপাড়ার গ্রামের রুহুল আমিনের ছেলে তরিকুল। বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। অপরদিকে রোববার রাত ১০ টার সময় বেনাপোল এর চোরাচালানি ঘাট হিসাবে পরিচিত পুটখালী থেকে একজনকে সাড়ে ১৭ কেজি চন্দন কাঠ সহ আটক করে পোর্ট থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্থাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার সাথে থাকা আরো দুই জন মাদক চোরাচালানি পালিয়ে যায়। অপরদিকে থানার সেকেন্ড অফিসার এস আই মাসনুন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে চন্দন কাঠ সহ এক চোরাচালানীকে আটক করে। আটককৃতদের নামে মাদক ও চোরাচালানি মামলা দিয়ে যশোর কোর্টএ পাঠানো হবে।মাদক পাচার এর সাথে পালাতক দুই জনের নামে মামলা হবে।