বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মৃদুল(২৫)ও বিশাল (২৪)নামে দুজন মাদক পাচারকারী কে আটক করেছে পুলিশ। রোববার(৪অক্টোবর)দুপুর ২টার সময় বেনাপোল ভবেরবেড় গ্রাম থেকে আটক করা হয়। পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভবেরবেড় গ্রামের মৃদুল মিয়ার বাড়ি থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিশাল হোসেন (২৬) নামে আর একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা হলো বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে মৃদুল ও একই গ্রামের আজিজ মিযার ছেলে বিশাল হোসেন। তারা পুলিশকে জানায় ইয়াবার চালানটি সোহেলের। সুত্র মতে জানা যায় ওই ইয়াবার প্রকৃত মালিক একাধিক মাদক মামলার আসামি ভবেরবেড় গ্রামের সোহেল হোসেন। সোহেল ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। কিছু দিন আগেও সোহেলের স্ত্রী ইয়াবা সহ আটক হয় পুলিশের কাছে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ভবেরবেড় গ্রামের মৃদুল মিয়ার বাড়ি অভিযান চালিয়ে ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়।তিনি আরো বলেন বেনাপোল পোর্ট থানায় মাদক বিরোধি অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে ৭৭৬ বোতল ফেন্সিডিল, ৯কেজি ২ শত গ্রাম গাঁজা, ৪ টি গাঁজা গাছ এবং ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ১৪২ জনকে আটক করা হয়। এর মধ্যে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল ৪৭ জন এবং সাজাপ্রাপ্ত আসামি ৫ জন।আটকৃত ইয়াবা সহ দুইজন পলাতক সোহেল সহ তিন জনের নামে মাদক মামলা হয়েছে। সোহেলকে আটকের অভিযান চলছে।