নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই স্বাধীনতা আন্দোলনের চেতনার জন্ম হয়েছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে সকল শ্রেণি পেশার বাঙ্গালী ঝাঁপিয়ে পড়ে। জননেত্রী শেখ হাসিনা সরকারের ভূমিকায় দিনটি আজ সারা বিশ্বে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।একুশের প্রথম প্রহরে মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। শ্রদ্ধাঞ্জলী অর্পনের উদ্দেশ্যে আগতদের তিনি আরও বলেন, বিশ্বে ভাষার জন্য জীবন উৎসর্গ করার নজির নেই। ৬৯-এর গণঅভ্্ুযান পাকিস্তান শাসক-শোষক গোষ্ঠী বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখতে প্রথমেই ভাষার উপর আঘাত হানে। রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে জোর করে প্রতিষ্ঠিত করতে গিয়ে এদেশের আপামর জনতার বাঁধার মুখে পড়েছিলো পাকিস্তান গোষ্ঠী। কিন্তু এদেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে পাকিস্তান শাসক গোষ্টী সেদিন উর্দুকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও স্বাধীনতা সুফল রক্ষায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম, অ্যাড বশির আহম্মেদ খান, যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। প্রতিমন্ত্রী শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রমিকলীগ, মণিরামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, অ্যাাড. বশির আহম্মেদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, প্রভাষক আবুল হাসান প্রমূখ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা অংশ গ্রহন করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীন, অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, অধ্যক্ষ নুরুজ্জামান, ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী প্রমূখ। অপরদিকে দিবসটি উপলক্ষে থানা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, কাউন্সিলর মফিজুর রহমান, যুবদল সভাপতি আসাদুজ্জচামান মিন্টু, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক প্রমূখ। এদিন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন পৌরশহরে র্যালি বের করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।