বেনাপোল প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসর মধ্যে ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের কে আন্তর্জাতিক অভিবাসন সংস্হা (আইওএম), কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এ্যজেন্সীর সহায়তায় যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারত থেকে আগত বাংলাদেশি অভিবাসী ও যাত্রীদের মাঝে শুকনা খাবার এবং মহিলাদের হাইজিন কিট বিতরন করেন।
শনিবার(৩অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যন্ত এ কর্মসূচী থাকবে।এই কার্যক্রম ৩ এবং ৪ অক্টোবর দুই দিন চলবে।
আইওএম প্রোগাম অফিসার শাকিল মনছুর জানান,আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে করোনার মধ্যে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের জন্য শুকনা খাবার ও করোনা প্রতিরোধক হাইজিন বিতরন কার্যক্রম দুই দিন ধরে চলবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব এ কার্যক্রম সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।যশোর মানবাধিকার সংস্থা রাইটস এই আয়োজনে আইওএম কে সহায়তা করে।
এসময় উপস্থিত ছিলেন,ন্যাশনাল প্রোগাম অফিসার শাকিল মনজুর ও আসমা খাতুন, মানবাধিকার সংস্থা রাইটস যশোরের বিনয় কৃষ্ণ মল্লিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং গনমাধ্যম কর্মিরা।