শার্শা প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার- প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতবুধবার সকালে উপজেলার শার্শা-জামতলা সড়কের শার্শা বাজার সংলগ্ন এলাকায় দুস্থ মহিলা সংস্কারকর্মীদের সাথে নিয়ে ”গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ” অক্টোবর -২০২০ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। শার্শা উপজেলা প্রকৌশলী এম, এম মামুন হাসান ”গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ” অক্টোবর -২০২০ প্রশিক্ষণ উদ্বোধন করেন। ”গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ” প্রশিক্ষণে এল সি এস ও আর ই আর এম পি-৩ গ্রুপের দুস্থ মহিলা সংস্কারকর্মীরা উপস্থিত ছিলেন। আর ই আর এম পি-৩ গ্রুপের ২ জন করে দলনেতা ও এল সি এস গ্রুপের ৩৪ জন দুস্থ মহিলা সংস্কারকর্মীদের নিয়ে মুলত এই প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে আর ই আর এম পি-৩ গ্রুপের ১০ সদস্য বিশিষ্ট দুস্থ মহিলা সংস্কারকর্মীরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৈনিক হাজিরা (মাস্টার রোল) ভিত্তিক ২৫০/ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। দৈনিক হাজিরা (মাস্টার রোল) ভিত্তিক ২৫০/ টাকা পারিশ্রমিক থেকে ৮০/ টাকা কেটে নিয়ে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য দুস্থ মহিলা সংস্কারকর্মীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা রাখে ব্যাংক। বাংলাদেশ ও বহির্বিশে^র যৌথ অর্থায়নে ৩ বছর ৭ মাস চুক্তিতে আর ই আর এম পি-৩ প্রকল্প চালু থাকে। তবে এই প্রকল্পের দুস্থ মহিলা সংস্কারকর্মীদের কাজ দেখভাল করার জন্য কোন সুপারভাইজার নিয়োগ হয়নি বলে জানা যায়। আর উপজেলার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে থাকা এল সি এস গ্রুপের ৩৪ জন দুস্থ মহিলা সংস্কারকর্মীরা সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত দৈনিক হাজিরা (মাস্টার রোল) ভিত্তিক ৩০০/ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। দৈনিক হাজিরা (মাস্টার রোল) ভিত্তিক ৩০০/ টাকা পারিশ্রমিক থেকে ১০০/ টাকা কেটে নিয়ে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য দুস্থ মহিলা সংস্কারকর্মীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা রাখে ব্যাংক। দেশের আভ্যন্তরিন রাজস্ব খাত থেকে আসা অর্থায়নে ১ বছর চুক্তিতে এইসব এল সি এস গ্রুপের দুস্থ মহিলা সংস্কারকর্মীদের নিয়োগ দেয়া হয়। শার্শা উপজেলার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রনে ৩২৬ কিলোমিটার পাকা রাস্তা আছে যা ”গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ” অক্টোবর -২০২০ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী এম, এম মামুন হাসান বলেন, ”গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ” অক্টোবর -২০২০ এর কাজকর্ম আমরা ভ্রাম্যমান টিম দ্বারা মনিটরিং করে থাকি। ”গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ”এর কাজ সব সময় সচল রাখার চেষ্টায় আছি