কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের সরকারি হাট- বাজারের জমিতে ৪টি অবৈধ স্থাপনার দ্বিতল ভবন উচ্ছেদ করেছে প্রশাসন। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। অভিযানকালে অবৈধ স্হাপনার নির্মাণসামগ্রী জব্দ করে তাৎক্ষণিক নিলামে তুলে ১ লাখ ৯৪ হাজার টাকায় বিক্রি করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নাজিমগঞ্জ বাজারে পেরিফেরি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ি আহবাহক কমিটির প্রধান সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হাবিবুর রহমান, মায়ের দোয়া বস্ত্রালয়ের দোকান মালিক আমির আলী, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মাসুদ রানা, কুশুলিয়া ইউনিয়নের এক দোকান মালিক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত সূত্রে জানা গেছে, নাজিমগঞ্জ বাজারের অভিযানে পেরিফেরি জায়গার ৪টি পাকা দোকান ঘরের দ্বিতলের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ ভাবে নির্মাণকাজের জব্দকৃত ইট, রড, টিন, বাঁশ, তকতা, নতুন ইটসহ জব্দকৃত মালামাল উপস্থিত সকলের সামনে নিলামে ১ লাখ ৯৪ হাজার টাকায় বিক্রয় ও এক দোকান মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অবৈধ ভাবে নির্মিত নাজিমগঞ্জের স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি নাজিমগঞ্জ গরুর হাট সহ পেরিফেরির জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেন তারা। অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশ সদস্যরা, সাংবাদিকবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।