1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ ফিরে গেছেন আসছেন নতুন বিক্রম দোরাইস্বামী

  • প্রকাশের সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ নিজ স্ব-দেশে ফিরে গেছেন। জানা গেছে তিনি ঢাকা থেকে বিমানে যশোর আসেন। এরপর সড়ক পথে তিনি বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন। শুক্রবার(২অক্টোবর) দুপুর ৩ টার দিকে সীমান্ত বর্ডার অতিক্রম করেন। এই বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব নিশ্চিত করে বলেছেন তিনি সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করেছেন। উল্লেখ্য গত ২০১৯ সালের ১ লা মার্চ তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। তার আগের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার পর তিনি এই দায়িত্ব গ্রহন করেন। এবং তার এই স্বল্প কালিন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ ভারত সহ সারা বিশ্ব করোনা মহামারির কবলে পতিত হয়। এই সংকট কালে তিনি দক্ষতার সাথে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব পুর্ন সম্পর্ক আরো সু- উচ্চ পর্যায় নিতে সক্ষম হন। গত পরশু বুধবার তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বিদায়ী আলোচনা শেষ করেন। জানা গেছে তার স্থলে নতুন হাই কমিশনার আসছেন বিক্রম দোরাইস্বামী। এদিকে রিভা দাশ গাঙ্গুলী ফিরে যাওয়ার সময় চেকপোষ্ট ইমিগ্রেশনে তাকে ফুলের শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ- কমিশানার শামিমুর রহমান সহ আরো অনেকে। বেনপোলের ওপারে পেট্রাপোলেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বলে জানা গেছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION