1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪ দালাল ২ খদ্দেরসহ ৩ পতিতা আটক

  • প্রকাশের সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২০০ বার সংবাদটি পাঠিত

শাহাদাত হোসেন: সাতক্ষীরায় ৪ দালাল, দুই খদ্দেরসহ তিন পতিতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল হান্নান মোল্লার পুত্র রাজু মোল্লা, মাগুরা গ্রামের সাইফুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন, একই এলাকার মৃত. ছাকার আলী কচির পুত্র সাইফুল ইসলাম, আফসার সরদারের পুত্র আবু বক্কার সিদ্দিক শুভ, গরবদাড়ী গ্রামের শহিদুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম, বরিশাল কোতয়ালীর কালিবাড়ী গ্রামের নিখিল নন্দির পুত্র ব্র্যাকের অফিসার মিঠুন নন্দি, সাতক্ষীরা সদরের বেতলা গ্রামের জনি সরদারের স্ত্রী রুমা খাতুন উরফে ইতি, আশাশুনি কুন্দুরিয়ার মৃত ইসমাইল গাজীর স্ত্রী খালেদা আক্তার মিতা, মাগুরার দেলোয়ার হোসেন সোহানের স্ত্রীর সাদিয়া সুলতানা। শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এসময় সদর থানার ভারপ্রাপ্ত আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিফ্রিয়ে সদর সার্কেল জানান , গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদর থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারেন শহরের মিলবাজার এলাকায় ৩ জন পতিতা তাদের ৪ দালালদের মাধ্যমে ২জন খদ্দের নিয়ে পতিতা বৃত্তির উদ্দেশ্যে মাগুরা এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে কাটিয়া ফার্ড়ীঁর ইনচার্জ টিএসআই শেখ আজাদুল ইসলাম, এ এস আই শেখ মোস্তাক আহম্মদসহ তাদের সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পতিতারা মোবাইলের পরিচয়ের মাধ্যমে এবং তাদের দালালদের মাধ্যমে খরিদ্দার সংগ্রহ করে সুবিধামত স্থানে আটকে রেখে বিকাশ, রকেট এবং অন্যান্য ভাবে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে ১২(১)১৩/৮ধারায় মামলায় দায়ের করা হয়েছে। মামলা নং ০৪। এসময় তাদের কাছ থেকে ১৮ হাজার ১০০ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতক্ষীরায় পতিতাবৃত্তি বন্ধ করতে এই প্রথম পতিতা এবং দালালদের বিরুদ্ধে উক্ত ধারায় মামলা দেওয়া হয়েছে। যাতে তারা এধরনের পেশা থেকে দুরে থাকে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION