1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোলে বসত ভিটা হতে উচ্ছেদ চেষ্ঠায় বিধবা শ্রমিক পরিবার কে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৭ বার সংবাদটি পাঠিত

বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৪নং বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত আব্দুর রবের স্ত্রী মরিওম(৬৪) কে পৈত্রিক ভিটা হতে উচ্ছেদ করতে সাইফুল গং কর্তৃক সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ মিলেছে।মরিয়ম বর্তমান নাভারন আকিজ বিড়ি ফ্যক্টরীতে কর্মরত নারী শ্রমিক।গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে একই গ্রামের আমিন উদ্দিনের পুত্র সাইফুল গং কৃর্তৃক সন্ত্রাসী হামলার স্বীকার হন অসহায় পরিবারটি। ঘটনার বর্ননায় হামলার স্বীকার ঐ বিধবা নারী শ্রমিকের ভ্যান চালক পুত্র ফজের আলী জানান,তাদের দলিল মুলে পাওয়া পৈত্রিক সম্পতিতে পাকা ঘর নির্মাণের লক্ষ্যে রাজ মিস্ত্রি দিয়ে দেওয়াল গাথুনির কাজ করাচ্ছিলেন।ঐ সময় আমিন ও তার দুস্কৃতকারী পুত্ররা লাঠিসোটা নিয়ে তার ভিটায় প্রবেশ করে মা,নিজ কন্যা ও স্ত্রীকে বেধড়ক মারধর করেন ও নির্মাণাধীন ঘরের কাঁচা দেওয়াল লাথি দিয়ে ফেলে দেন।পরিবারের নারী সদস্যরা বাধা দিতে গেলে পরনের কাপড় টানিয়া ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়।এমনকি কোথাও অভিযোগ করলে খুন গুমের হুমকী দেন বলে আরো জানান তিনি।ভ্যান চালক ফজের আলী ঘটনার পরপরই বেনাপোল পোর্টথানায় হাজির হয়ে হামলার ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দ্বায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্টথানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে গিয়ে হামলার বিষয়টি তদন্ত করেছেন বলে পোর্টথানা সুত্র নিশ্চিত করেন। অসহায় পরিবারটিকে ভিটা থেকে উচ্ছেদ করতে সাইফুল গংেরা পরিকল্পিত হামলা চালিয়েছেন বলে প্রতিবেশীরা জানান। ঘটনার ২দিন অতিবাহিত হলেও হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বিধবা মরিওমের পরিবার।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION