চুয়াডাঙ্গা প্রতিনিধি: সিলেট এমসি কলেজে গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের ফাঁসির দাবীতে দামুড়হুদায় নারী সংগঠন পল্লী সমাজের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা মহাসড়কের দামুড়হুদাস্থ ব্র্যাক অফিসের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে নারী সংগঠনের নেতৃবৃন্দ অভিযুক্ত ধর্ষকদের ফাঁসির দাবী তুলে বক্তব্য দেন। বক্তারা বলেন, মোট ৯ জনের নামে মামলা করা হলেও পুলিশ প্রধান অভিযুক্তসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। বাকী আসামিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনে সোপর্দ করার জোর দাবীও জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন নারী সংগঠন পল্লী সমাজের দামুড়হুদা দশমীপাড়া সমিতির সভানেত্রী নূরজাহান বেগম, দামুড়হুদা বেগোপাড়া সমিতির সভাপনেত্রী আফরোজা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির চুয়াডাঙ্গা জেলা ব্যবস্থাপক ফাতেমা খাতুন, ব্র্যাক দামুড়হুদা অফিসের এরিয়া ম্যানেজার মাহিনুর রহমান, এরিয়া ম্যাজোর (প্রগতি) রবিউল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আব্দুদল হাইসহ নারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।