মনিরামপুর সংবাদদাতা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের একটি বৃহত্ত শৃঙ্খলা বাহিনী। শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা স্লোগানে কাজ করে চলেছে। করোনাকালিন সময়ে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সামাজিক নিরাপত্তা, খাদ্য সামগ্রী বিতরণ,মাস্ক পরিধানে সচেতনতা কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে।মণিরামপুর উপজেলার আনসার কমান্ডার, ইউনিয়ন দলপতি/দলনেত্রী,ওয়ার্ড দলপতি/দলনেত্রী দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. লুৎফর রহমান, পরিচালক ৭ আনসার ব্যাটালিয়ান ও জেলা কমান্ড্যান্ট,আনসার ও ভিডিপি, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি,এম হাফিজুর রহমান,আঞ্চলিক ব্যবস্থাপক,আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক,খুলনা। শুদাংশু কুমার দাস,ব্যবস্থাপক,মণিরামপুর, মো ফারুক হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মণিরামপুর, শেখ ফাতেমা সিনহা, উপজেলা প্রশিক্ষিকা। মতবিনিময় সভায় প্রধান অতিথি করোনা পরিস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যদের কর্মকাণ্ডের প্রসাংশা করেন। তিনি বলেন এ বাহিনীর প্রতিটি সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলপতি জি এম আশরাফ,মোশাররফ হোসেন,ছকিনা খাতুন,জোবায়ের হোসেন,ওয়ার্ড দলনেতা বিল্লাহ হোসেন, সুমন হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত দলনেতা ও দলনেত্রী।