আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সোমবার বিকাল সাড়ে ৩টায় নওয়াবেঁকী বাজার কলেজ মাঠে ঘূর্ণিঝড় আম্পান ক্ষতিগ্রস্ত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর,কামালকাঠী, পাখিমারা,বন্যতলা,গাবুরা,নেবুবুনিয়া, ঝাপা,বুড়িগোয়ালিনী ইউনিয়ন দূর্গাবাটী, দাতিনাখালী এ সমস্ত এলাকার পরিবারের মাঝে নিরাপদ পানি সংরক্ষণের জন্য সন্ধানী ১৫ পিচ পানি ট্যাংকি বিতরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি তানভীর হাসান ইকবাল,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মির্জা মিনহাজুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সন্ধানী ক্র্যাক প্লাটুন টিম কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাজীব আহসান সুমন।সার্বিক তত্ত্বাবধানে সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সম্মানিত সভাপতি লুৎফর রহমান মিলন ও সার্বিক সহযোগিতায় সন্ধানী সাতক্ষীরা ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম সদস্য বিভূতি গাইন বাপ্পি,পবিত্র কুমার মন্ডল,প্রশান্ত বর্মন, উজ্জ্বল মন্ডল, পবিত্র বরকন্দাজসহ প্রমূখ। সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ বলেন পর্যায় ক্রমে আরোও বিতরণ করা হবে সুপিয় পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি গরীব অসহায় মানুষের জন্য।