ইব্রাহিম খল্লিলঃ সাতক্ষীরা রেঞ্জ, পশ্চিম সুন্দরবনের গহিনে খেজুরদানা অভয়ারন্য খালে বিনা অনুমতিতে মাছ ধরার অপরাধে সরঞ্জাম সহ ৫ জেলেকে আটক করেছেন বন বিভাগের নোটাবেঁকী স্টেশন অফিসের সদস্যরা। গতকাল সোমবার সকাল ৭ টার দিকে নোটাবেঁকী স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ নুরে আলমের নেতৃত্বে অভয়ারন্য খাল থেকে জেলেদের আটক করা হয়। এসময়ে জেলেদের ব্যবহৃত ২টি নৌকা, ৫ টি ফাইবার জাল, ২ টি ফাস জাল, ৪ টি বৈঠা, ৪০ কেজি মাছ ও ২ টি গ্রাফি সহ আনুসঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলা সোনাখালী গ্রামে আকবার গাজীর ছেলে আনসার গাজী, শমসের গাজীর ছেলে আলমগীর গাজী, আফসার গাজীর ছেলে জামাল গাজী, আকবার গাজীর ছেলে আকরাম গাজী ও বংশীপুর গ্রামে মোমিন গাজীর ছেলে আজগার গাজী। এসময়ে একই এলাকার সোহরাব গাইনের ছেলে নজরুল গাইন সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় অবৈধভাবে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এঘটনায় বন আইনে আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।