আসাদুজ্জামান আসাদ: কলারোয়ার গয়ড়া বাজারে অবৈধ ভাবে জবরদখলে রাখা ৩শতক জমিতে পাকা দোকান ঘর নির্মান করার অপরাধে উপজেলা প্রশাসন তা উচ্ছেদ করেছেন।
রোববার দুপুরে উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আকতার হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন হোসেন, নাজির কামরুজ্জামান, সার্ভেয়ার সজল হোসেন, কলারোয়া থানার এসআই মাসুদ, এএসআই নুর আলীসহ অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।
জানা গেছে-চন্দনপুর গ্রামের মৃত খোসলালের ছেলে মিজানুর রহমান গত কিছুদিন ধরে গয়ড়া বাজারে অবৈধ ভাবে ৩শতক জমি দখল করে ৪তলা ফাউন্ডেশনের একটি দোকান ঘর নির্মান করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তা নিজ খরচায় ভেঙ্গে ফেলার জন্য নোর্টিশ প্রদান করা হয়। এর পরে সে ঘরটি না ভেঙ্গে তার কাজ চালিয়ে আসছিলো।
এমন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দোকান ঘরটি অপসারনের আদেশ দিলে রোববার দুপরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুূমি) আকতার হোসেন এ অভিযান পরিচালনা করে ওই অবৈধ দোকান ঘর মেশিন দিয়ে কিছু অংশ ভেঙ্গে দেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবশিষ্ট অংশ ব্লেট দিয়ে ভেঙ্গে সরকারী জায়গা বের করে দেবেন বলে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান।
এসময় দোকান ঘর নির্মানকারী মিজানুর রহমানকে খুজে না পাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।