প্রেস বিজ্ঞপ্তি: ১২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা চালতেতলা মিশন হলরুমে খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে সাধারন সভা ও কোভিড ১৯ কালে ‘দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টির উপর কোভিড ১৯ -এর প্রভাব’ শীর্ষক জরিপ-এর ফলাফলের উপর ভিত্তি কওে এক আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উন্নয়ন কর্মি অপরেশ পালের সভাপতিত্বে এবং খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা সম্পাদক মাধব চন্দ্র দত্ত’র স ালনায় বিভিন্ন বক্তার আলোচনার মধ্য দিয়ে জরিপ পত্র পর্যালোচনা করা হয়। বক্তারা জেলার মানুষের আয় দরিদ্রতা ও পুষ্ঠিহিনতা বিশেষ করে কর্মজিবী নারী ,গর্ভবতি মা ও শিশুদের পুষ্টি সুরক্ষার প্রতি জোর দেন। আলোচনা শেষে সার্বিক জরিপ সুপারিশ গুলি হল:
দরিদ্র মানুষের জরুরি খাদ্য সহায়তা সহজলভ্য করার জন্য সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন সরকারী উদ্যোগ (নগদ বা স্বতন্ত্রভাবে) বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা।
দরিদ্র শিশুদের জন্য পুষ্টিকর খাবার (কুকিজ ইত্যাদি) সরবরাহ করা।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং অনানুষ্ঠানিক খাতের জন্য সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন উদ্দীপনা প্যাকেজগুলি অবিলম্বে কার্যকর করা যা অনেক দরিদ্র মানুষের জীবিকার সুযোগ নিশ্চিত করবে।
কৃষি পণ্য সরবরাহ চেইন-এর উন্নতির মাধ্যমে খাদ্য সরবরাহ ঠিক রাখা এবং উৎপাদকের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা।
সামাজিক সুরক্ষা কর্মসূচী, খাদ্য এবং নগদ সহায়তা কেন্দ্রীক সকল কর্মসূচিতে দুর্নীতিকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা।
গ্রামীণ অ লে কোভিড-১৯ এর যথাযথ চিকিৎসা সুবিধা বাড়াতে হবে।