চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গার আটকপাট নামক স্থান থেকে এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে একজন অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক( ৩০) বছর।আটকপাটের অদূরর্বর্তী বাদেমাজুর মুনতাজ ফকিরের জমিতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা থানায় খবর দিলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। অজ্ঞাত যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ।
এই যুবককে কে বা কারা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখেছে তা এখনো জানা যায়নি।
আলমডাঙ্গা থানার অফিসার( ইনচার্জ) ওসি আলমগীর কবির বলেন,অজ্ঞাত যুবকের এখনো কোনো পরিচয় পাওয়া যায় নি।তবে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা একটা হত্যাকান্ড।যুবকের মাথায় ভারি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।লাশের পরিচয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।