শার্শা প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার সকাল১০টায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়ছ কবির বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল আলম খান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবী মানুষ।