1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুর সংবাদ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০ বার সংবাদটি পাঠিত
logo

কেশবপুরে রাইজিং প্যাথলজির ভুয়া ডাক্তারী প্যাড পুড়িয়ে দিয়েছে সিভিল সার্জন
কেশবপুর(যশোর)প্রতিনিধি:
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার কেশবপুরে ৪ টি প্যাথলজি এ্যান্ড ডায়াগনাস্টিক সেন্টার পরিদর্শনে আসেন যশোর জেলা সিভিল সার্জন। এসময় রোগীদের সাথে প্রতারনা করে ডাক্তারী প্রিস্কীপশন প্যাডে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে রাইজিং প্যাথলজি এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তারী সকল প্যাড পুড়িয়ে দেওয়া হয়।
আকর্ষিক এই অভিযানের নেতৃত্ব দেন যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন। এসময় তার সঙ্গী হিসেবে যশোরের মেডিকেল অফিসার, অফিস সহকারী ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এই প্যাথলজি ছাড়া তিনি কেশবপুরের হিরা,আরিয়ান ও ক্রিস্টল ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করেন।
এব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, বেসরকারী ক্লিনিক ও প্যাথলজি এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান অব্যাহত রয়েছে। কেশবপুরেও এই অভিযান অব্যাহত থাকবে। কেশবপুরে রাইজিং প্যাথলজি এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারী প্রিস্কীপশন প্যাডে ডাক্তাররা অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করে আগত রোগীদের সাথে প্রতারনা করে আসছিল। এই জন্য সির্ভিল সার্জন এই প্যাথলজির ডাক্তারী সকল প্যাড পুড়িয়ে ফেলে।

কেশবপুরে বি.এন.পি থেকে আওয়ামীলীগে যোগদানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যান্দকাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হিজলডাঙ্গা গ্রামের বি, এন, পি নেতা তকিম ও হাবিবুরের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামী যোগদান উপলক্ষে এক পূর্ব প্রস্তুতিমুলক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
মাষ্টার আবুল কাসেমের সভাপতিত্বে ও হিজলডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপি নেতা তকিমউদ্দীনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বি, এম ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও সামিদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম, কৃষকলীগের নেতা রুহুল আমীন, যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম ও ডাঃ জাকির হোসেন প্রমুখ।

 

কেশবপুরে সুফলাকাটি ইউনিয়নে সভাপতি-সম্পাদক পদে আওয়ামীলীগের ৫ নেতা আলোচনায়
কেশবপুর(যশোর)প্রতিনিধি:
ইউনিয়ন কমিটি গঠনকে সামনে রেখে কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক পদে ৫ প্রার্থী তাদের প্রচারনা শুরু করেছে। ওয়ার্ড কমিটি গঠনের উপর নির্ভর করছে ইউনিয়নের নতুন কমিটি। গঠনতন্ত্র পরিপন্থী কার্য্যক্রম ও দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়নের কারনে বর্তমান কমিটির গুরুত্বপূর্ন পদে থাকা সুবিধাভোগীরা বাদ পড়তে পারেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
কেশবপুরের সংসদ ও উপজেলা আওয়ামীলীগের ভাষ্যমতে চলতি দু-এক মাসের মধ্যেই গঠন হতে পারে উপজেলার ১১ টি ইউনিয়, পৌর ও ওয়ার্ড কমিটি। আর নতুন কমিটি গঠনকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নের ন্যায় ৮নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। প্রার্থীদের কাছে কদর বেড়েছে তৃনমুল নেতা-কর্মীদের। ইউনিয় আওয়ামীলীগের সভপতি-সম্পাদক পদে ৫ প্রার্থীর নাম জোরে-সোরে শুনা যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে ৩ জন তারা হলেন, বর্তমান কমিটির সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মনি ও উপজেলা আওয়ামীলীগের সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন পাড়। এদের মধ্যে সামাদ মাষ্টার ও মনি দলীয় নেতা-কর্মীদের কাছে মরহুম ইসমাত আরা সাদেক গ্রুপের অন্যতম রাজনৈতিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তুহিন পাড়কে বর্তমান এমপি শাহিন চাকলাদার ও রুহুল স্যারের লোক বলে জানে। অপর দিকে সাধারন সম্পাদক পদে ২ প্রার্থীর নাম তৃনমূল থেকে উঠে এসেছে। তারা হলো উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এস.এম মহব্বত হোসেন, আওয়ামীলীগ নেতা আজাহারুল ইসলাম। রাজনৈতিক ভাবে আজারুল নেতা-কর্মীদের কাছে কম পরিচিত হলেও মহব্বত নামটা আওয়ামীলীগের কাছে খুব পরিচিত নাম। ৯৬ সালে সুফলাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ দিয়ে তার নেতৃত্বে হাতে খড়ি। ৯৮ সালে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক। দলীয় অবদানের কারনে মহব্বত কে উপজেলা আওয়ামীলীগ সভপতিখুব ভালো বাসেন এবং তাকে খুব আদর করেন। তবে এই ৫ প্রার্থীর একই বক্তব্য তারা ওয়ার্ড কমিটির দিকে তাকিয়ে আছেন,বাদবাকী দলীয় নেতা হাতে । দলের গঠনতন্ত্র না মেনে তৃনমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে সাদেক পরিবারকে প্রতিষ্ঠিত করতে তার ইউনিয়নের দলের ত্যাগী নেতা-কর্মীদের বিরুদ্ধে অবস্থান এমনকি উপজেলা আওয়ামীলীগের সভাপতিকেও তিনি লাঞ্চিত-অপমানিত করতে দিধাবোধ করেনি। যে কারনে ঐ ইউনিয়নের তৃনমূল নেতা-কর্মীরা বর্তমান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সন্তুষ্ট নয়। তারা আগামী কমিটিতে তাদের বিকল্প দলের ত্যাগী নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

 

কেশবপুরে বিভিন্ন জলাশয়ে ৪শত কেজি মাছের পোনা অবমুক্তকরণ
কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২০,২১অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে অভ্যান্তরীন জলাভূমি ও প্লাবিত ধানক্ষেত,সরকারী প্রতিষ্ঠানিক প্লাবিত জলাশয়ে ৪শত কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় বুধবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি( ইরুফা সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,পলাশ কুমার মল্লিক,উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা,উপজেলা সহকারী মৎস্য অফিসার এম আলমগীর হোসেন প্রমুখ।

কেশবপুরে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের বিশেষ সভা অনুষ্ঠিত
কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা শিক্ষা অফিসার আনন্দ মুখার্জী,কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিীন আলা,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত , বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত মুখার্জীসহ শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটি বৃন্দ, অনুষ্টানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ন আলোচনা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION