শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় উদ্ভাবক মিজানুর রহমান কোরান শরিফ, মাক্স ও গাছের চারা বিতরন করেছে। বৃহস্পতিবার দুপুরে শার্শার দক্ষিন বুরুজবাগান মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে গাছের চারা রোপন ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ১০টি কোরান শরিফ ও ১০০টি মাক্স বিতরন করেন। এ সময় ১টি সফেদা, ১টি কাঠাল ও একটি লিছু চারা রোপন করেন মসজিদ প্রাঙ্গনে। উদ্ভাবক মিজানুর রহমান বলেন, দক্ষিন বুরুজবাগান মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে যত গুলি গাছের চারা লাগবে তা তিনি ব্যক্তিগতভাবে প্রদান করবেন। একই সাথে এ সকল শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় গ্রন্থ আজীবন বিতরন করবেন। এবং প্রতি শুক্রবারে ১০ জন হাফেজ শিক্ষার্থীকে দুপুরের খাবার প্রদান করবেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, বাদল নার্সারীর মালিক বাদল হোসেন, উক্ত মসজেিদর ইমাম হাফেজ মুস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক আবু জাফর, সাংবাদিক গাজী আনোয়র হোসেন প্রমুখ