1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সময় টিভির সাংবাদিক রুবেল হত্যা চেষ্টার প্রতিবাদে বেনাপোলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ১০২ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধিঃ সময় টিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বেনাপোল বন্দরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে বেনাপোলে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বেনাপোল টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আজিবর রহমান, ইনডিপেন্ডেন্ট টিভির বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সেক্রেটারী কামাল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতার দিক দিয়ে বেনাপোল সীমান্তের মত কক্সবাজার একটি স্পর্শকাতর ও ঝুকি পূর্ণ এলাকা। সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। যারা রুবেলের উপর হামলা করেছেন তারা শুধু রুবেলের নয় দেশের শত্রু। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু সুজাউদ্দিন রুবেল নয়, সারাদেশে যত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন তার সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনারও দাবি জানান সংবাদকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যায় যায় দিনের বেনাপোল প্রতিনিধি জিএম আশরাফ, বাংলানিউজের জিসান আহম্মেদ রাব্বী, দৈনিক দিনকালের মিলন খান, ভোরের পাতার সেলিম রেজা, প্রতিদিনের কন্ঠের সোহাগ হোসেন, দৈনিক জাতীয় অর্থনীতির বাচ্চু হাওলাদার,দৈনিক ঢাকার ডাকের নজরুল ইসলাম, দি নিউজের মাসুদুর রহমান,দৈনিক বজ্র শক্তির কামাল হোসেন, বিশ্ব মানচিত্রের রাশেদুর রহমান রাসেল, আলোকিত সকালের কুরবান গাজী, দৈনিক কল্যানের আব্দুল জলিল,সাপ্তাহিক শার্শা বার্তার আজিজুর রহমান, দৈনিক খুলনা ট্রাইমসের জয়নাল আবেদিন বাবু, দৈনিক খুলনা অঞ্চলের শরিফুল ইসলাম, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন, একুশের সংবাদের জাকির হোসেন, দৈনিক বজ্র কলমের বাবুল আহম্মেদ, একুশের বার্তার মারুফ হোসেন,দৈনিব বাংলার দিনকালের ইব্রাহীম বিশ্বাস, কারেন্ট টাইম নিউজের নয়ন হালদার,দৈনিক নাগরীক বার্তার মফিজ উদ্দীন ছাড়াও বেনাপোলে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক,প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালের সংবাদকর্মীরা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION