1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরায় অবৈধ পাকিংয়ে রাখা ট্রাকের বাঁশ বুকে ঢুকে এএসআই নিহত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ বার সংবাদটি পাঠিত

শাহাদাত হোসেনঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে অবৈধ পাকিংয়ে রাখা

ট্রাকের বাঁশ বুকে ঢুকে আশাশুনি থানার এএসআই মো. শাহজামাল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাত ৪.৪০ মিনিটের দিকে চাপড়া ব্রিজের উত্তরপাশের্^ এ
দূর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ট্রাক চালক ও
হেলপারকে আটক করেছে পুলিশ।

আটক ট্রাক চালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, এ এস আই মো.
শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন। ডিউটি শেষে ভোররাতে বুধহাটা
বাজার থেকে থানায় ফিরছিলেন। পথিমধ্যে চাপড়া ব্রিজের উত্তরপাশের্^
অন্ধকারের মধ্যে বাঁশ বোঝাই একটি ট্রাক অবৈধভাবে পাকিং করা ছিল। ট্রাকের
পেছনের অংশে বাঁশের অপর প্রান্ত ঝুলে ছিল। ট্রাকে কোন লাইট ছিল না।

তিনি বলেন, ডিউটি শেষে মোটর সাইকেলযোগে থানায় ফেরার পথে ট্রাকের পেছনের
অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়। বাম হাতেও জখম হয়। খবর
পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে
অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭.১০
মিনিটের দিকে চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে। ট্রাকে যদি কোন আলোর ব্যবস্থা থাকতো তবে এই দূর্ঘটনাটি ঘটতো
না।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION