1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোর ৪৯ বিজিবি এক বছরে প্রায়১৮কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্র ও স্বর্ণ সহ২০৩ জন আটক

  • প্রকাশের সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১০১ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের ৪৯বিজিবি সীমান্ত থেকে গত ১ বছরে ১৩টি পিস্তল, ২৪টি ম্যাগজিন, ৫৮টি গুলি, ২৫কেজি৪১গ্রাম স্বর্ণ, ২০হাজার৮২৭ বোতল ফেন্সিডিল, ৫৪৭ কেজি গাজা, ৪০৬ বোতল মদ, ৫৬৭ টি ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ সর্বমোট ২০৩ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার(৯সেপ্টেম্বর) দুপুর১২ টার সময় বেনাপোল সদর কোম্পনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবির সাফল্যের কথা জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা পিএসসি।উদ্ধারকৃত সামগ্রীর মূল্য ১৭ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার ৫’শ টাকা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে সীমান্তের কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এবং অস্ত্র এনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে। এবং স্বর্ণ ও হুন্ডির চালান পাচার করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি নজরদারি তৎপর বৃদ্ধি করে মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি পাচারকারিদের সীমান্তে চিহ্নিত করা হয়।

এসময় সীমান্তের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি পাচারের রাঘব বোয়ালরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের পর্যস্ত পৌছাতে না পারার বিষয়ে জানতে তিনি বলেন, চোরাকারবারি মহাজনরা নিজেরা মাদক, স্বর্ণ ও হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানী পণ্য নিজে বহন না করায় তাদেরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়না। যেকারণে তাদের চোরাচালানী সামগ্রী আটক হলেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না।

সীমান্ত বাসিদের মত প্রকাশ করেন, সীমান্তের ওপারে বিএসএফরা নজরদারি কড়াকড় বৃদ্ধি করে।তাহলে বাংলাদেশ সীমান্তের চোরাকারবারিরা মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি অবৈধ্য ব্যবসা বন্ধ হতে পারে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION