1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শা সীমান্তে হ্যান্ডকাপ সহ দুই মাদক ব্যবসায়ী পালাতক ১৬ ঘন্টা পর আটক

  • প্রকাশের সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১০০ বার সংবাদটি পাঠিত

আসাদুর রহমানঃ যশোরের শার্শা গোগা সীমান্তে হ্যান্ডকাপ সহ শামীম(৩০) ও মামুন(৩২) নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।শার্শা থানা পুলিশের সাড়াশি অভিযানে১৬ ঘন্টা পর তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এসময় তাদের পালিয়ে যেতে সাহায্য করায় তাদের দুই সহযোগী অগ্রভুলোট গ্রামের অহেদ আলীর ছেলে শাহাবুদ্দিন(২৫) ওএকই গ্রামের ইলিয়াছের ছেলে বিল্লাল(৩২)কে আটক করে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় শার্শা থানা পুলিশ গোগা সীমান্তে ফেন্সিডিল আটক করলে এ ঘটনাটি ঘটে।পরের দিন দুপুর ১২ টার সময় তাদের কে আটক করা হয়।

আটকৃত পালাতক আসামি আমলাই গ্রামের রিজাউলের ছেলে শামিম ও অগ্রভুলোট গ্রামের মোস্তফার ছেলে মামুন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান,শার্শা থানার এএসআই রবিউল ইসলাম-২ সংঙ্গীয় ফোর্স সহ গোগা সীমান্তে রাত ৮ টার সময় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় পুলিশ ফেন্সিডিল সহ আসামি আটক করলে অন্য আসামি কে ধাওয়া করলে তারা সু-কৌশলে হ্যান্ডকাপ সহ পালিয়ে যায়। পরে পুলিশ ঐ এলাকায় রাত দিন সাড়াশি অভিযান চালিয়ে পালাতক হ্যান্ডকাপ আসামিদের আটক করে।

নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন,আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে রাত দিন সাড়াশি অভিযান চালিয়ে১৬ ঘন্টা পর আসামিদের আটক করা সম্ভব হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

উল্লেখ্য, শার্শা থানা পুলিশের কাছ থেকে আগেও মাদকব্যাবসায়ী হ্যান্ডকাপ সহ পালিয়ে ছিল।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION