1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অবৈধ বিপদজনক যানবাহনে সয়লাব সাতক্ষীরা শহর- “যানজট দূর্ঘটনার কবলে পথচলতি সাধারণ মানুষ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১ বার সংবাদটি পাঠিত

শাহাদাত হোসেন: সাতক্ষীরার সড়ক গুলোতে অবৈধ যানবাহনে সয়লাব হয়েগেছে। নসিমন, করিমন,আলমসাধু,ইঞ্জিন ভ্যান, ট্রাকটার,মটর ভ্যান,প্রচুর ইজিবাইক পৌরশহরের সব সড়কে বেপরোয়া ও বাধাহীনভাবে চলছে এসব অবৈধ যানবাহন। আর এসব অবৈধ বিপদজনক যানবাহনের কবলে সাতক্ষীরা শহরে দেখা দিয়েছে অসহনীয় যানজট। প্রতিদিন সড়কে ঘটছে ছোট বড়ো দূর্ঘটনা ও নানান অপ্রীতিকর ঘটনা।

ট্রাফিক পুলিশ সাধারণ ভাবে সড়কে অভিযানে চালায় মোটরসাইকেল উপর। আর মাঝেমধ্যে দু’একটা ইজিবাইক আটক হাতে দেখা যায়। গুরুত্ব নেই অন্য সব অবৈধ ও সড়কে চলাচলের অযোগ্য বিপদজনক যানবাহনের দিকে।
অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার ময়লা ফেলার জন্য রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিন চালিত ভ্যান,রয়েছে শ্যালো মেশিন দিয়ে তৈরিকরা মিনি পিকাপ যেগুলো আমরা অবৈধ ও বিপদজনক যানবাহন বলে জনি। খোদ পৌরসভা যদি এভাবে অবৈধ বিপদজনক যানবাহন বৈধ বেশে পরিচালনা করে তাহলে পথ চলতি সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে আইন অমান্য করাটাই স্বাভাবিক। এছাড়া এসব অবৈধ যানবাহন পৌরসভার কাজে ব্যবহার হচ্ছে তাই সেগুলো আইনের আওতার বাইরেই থাকে প্রতিনিয়ত।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION