আব্দুল্লাহ আল হাসিব: যশোরের মণিরামপুরে সেলিম হোসেন (৪৫) নামে একব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সেলিম হোসেন ওই গ্রামের আরজান ড্রাইভারের ছেলে। স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, “সেলিম ৪-৫ বছর আগে লিবায়া থেকে ফিরেছেন। এরপর থেকে পরিবহনে সুপারভাইজারি করতেন। বহুদিন ধরে স্ত্রী মঞ্জুয়ারার সাথে সেলিমের মনোমালিন্য চলছিল। সেলিমের মেয়ে শিলার শ্বশুর বাড়িতেও অশান্তি চলছে। মেয়ের অশান্তি নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় সেলিমের। একপর্যায়ে অভিমান করে সোমবার ভোরে ঘরের সিঁড়ির নিচে রডের সাথে গামছা জড়িয়ে গলায় ফাঁস দেয় সে।”
মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই শ্যামল সরকার বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।