আর. হাসান: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাকে জুয়া ও মাদক মুক্ত রাখার লক্ষ্যে জীবননগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে, গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১. ১৫ ঘটিকার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আনিছুর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই আঃ সালাম, এএসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ জীবননগর উপজেলার দৌলতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় জুয়ার আসরে খেলারত অবস্থায় থেকে জুয়া সামগ্রী, তাস ও নগদ ৮ হাজার ৮৭৫ টাকাসহ চার জয়াড়িকে আট করেন পুলিশ।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার দৌলতগঞ্জ গ্রামের মন্টু মিয়ার ছেলে আঃ কাদের (২৬), একই উপজেলার লক্ষ্ণীপুর গ্রামের মৃত মুনসুর আলী ছেলে তুজাম আলী (৫০) লক্ষ্ণীপুর গ্রামের মৃত জলিল আলীর ছেলে শরীফ উদ্দীন (৪০), দৌলতগঞ্জ গ্রামের সাখাওয়াত আলী ছেলে উজ্জল মিয়া( ৩৫) আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি জুয়া মামলা রুজু করা হয়েছে।