1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

চাঁপাইনবাবগঞ্জে RAB-5 এর হাতে বিপুল পরিমান গাঁজা সহ চারজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • প্রকাশের সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯২ বার সংবাদটি পাঠিত
চাঁপাইনবাবগঞ্জে RAB-5 এর হাতে বিপুল পরিমান গাঁজা সহ চারজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে RAB সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় RAB-5, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ০৬/০৯/২০২০ ইং তারিখ ভোর ০৫:১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হাতাপাড়া দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা মসজিদ এর পূর্বপাশে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে Sany Jany Paribahan, Vai Vai Special Paribahan Ges SR-Travels Paribahan এ তল্লাশি করে; গাঁজা-১৩ কেজি ১০০ গ্রাম সহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয় মাদক ব্যাবসায়ী হলেন, ১। মোঃ কেতাউর রহমান(২৫), পিতা-মৃত বিচারত আলী, মাতা-মোছাঃ মেরিনা বেগম, ২। মোঃ মেহেদী হাসান (২৭), পিতা-মোঃ দবিউর রহমান, মাতা-মোছাঃ শাফলা বেগম, সাং-উত্তর উজিরপুর ঠকঠকি গ্রাম, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন-১১নং উজিরপুর, ৩। মোঃ ফিরোজ (৩০), পিতা-মৃত মিঠুন আলী, মাতা-মোছাঃ মাবিয়া খাতুন, সাং-পারচৌকা, ৪। মোঃ ইউসুফ (২৫), পিতা- মৃত আব্দুল হান্নান, মাতা-মোছাঃ তাজকেরা বেগম, সাং-রাঘববাটি পারচৌকা, উভয় ওয়ার্ড নং-০৫, ইউনিয়ন-মনাকাষা, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION