কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নতুন করে আরো ৯ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট বৃহস্পতিবার পর্যন্ত আত্রুান্তের সংখ্যা দাঁড়ালো ১২৫ জন।এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন আর ২ জনের মৃত্যু। বাকি আত্রুান্ত ৪৭ জন আইলেশনে রয়েছে।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার আসা রিপোর্টে জন করোনায় আত্রুান্ত হয়েছে।
নতুন করে আরো ৯ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার আত্বীয়-স্বজনদের বাড়ী লক ডাউন করা হয়েছে বলেও তিনি জানান।
প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)বোর্ড়ের চেয়ারম্যান এ,কে,আজাদ (ইকতিয়ার)এর সফলতা
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)বোর্ডের চেয়ারম্যান ও কেশবপুর কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি উপজেলা শাখার সহ সভাপতি এ,কে,আজাদ (ইকতিয়ার) সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) মুলতঃ সরকার এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক,ইউনানী,নার্সিং,ডেন্টাল,প্যাথলজি,ফিজিওথেরাপি,গবাদি পশুচিকিৎসক ও ভূমি জরিপ প্রশিক্ষন সহ – বিভিন্ন আতœনির্ভরশীল মূলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তিনি তার এই সফলতার জন্য একাধিক পুরস্কার গ্রহণ করেছেন ।এ ছাড়া গরীব অসহায় মানুষের পাশে থেকে সেবা করাসহ ইতি মধ্যে গত শীতে শীতর্তাথীদের মাঝে নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করেছিলেন।এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার অসহায় মানুষদের মাঝে সাবান,মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি চলতি বছরে গত দুই ঈদে কর্মহীনদের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ টাকা,যাকাত দেওয়া সহ মাংস বিতরণ করেন। তিনি সাংবাদিকদের জানান,চেয়ারম্যান হিসেবে সুসম্মানের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সুসম্মানের সাথে দায়িত্ব পালন করায় প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)এর পরিচালনা বোর্ড, উপদেষ্টা পরিষদ,বাংলাদেশের সকল শাখা পরিচালাক এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক শংকর পাল এ,কে,আজাদ (ইকতিয়ারকে ) সাধুবাদ জানিয়েছে। প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)এর বাংলাদেশের হেড অফিস এবং অত্র “পিটিএফ”বোর্ডের চেয়ারম্যান এ,কে,আজাদ (ইকতিয়ার)এর কার্যালয় মাইকেল মোড়,কেশবপুর বাজার,কেশবপুর, যশোর।