1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোলে ইমিগ্রেশন এর নাম মুছে শুধু কাস্টমস হাউজ লেখায় জনমনে নানা গুজ্ঞন

  • প্রকাশের সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১৪৪ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থল বন্দর চেকপোষ্ট কাস্টমস ইমিগ্রেশন এর নাম পরিবর্তন করে আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টমস হাউজ দেওয়ায় জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্তর্জাতিক এই চেকপোষ্টটির সাইনবোর্ডে দীর্ঘদিন ঝুলছিল কাস্টমস ইমিগ্রেশন চেকপোষ্টে। কাস্টমস ইমিগ্রেশনে প্রবেশের মুল ফটকে ঝুলানো হয়েছে এ সাইনবোর্ড।

সুত্র মতে কয়েকযুগ ধরে বেনাপোল চেকপোষ্টে ইমিগ্রেশন ও কাস্টমস একসাথে পাশাপাশি কাজ করায় নাম করন ছিল কাস্টমস ইমিগ্রেশন চেকপোষ্ট বেনাপোল। সেই সাইনবোর্ডটি গতকাল বৃহস্পতিবার পরিবর্তন করে লাগানো হয়েছে আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টমস হাউজ। মুলত এই ভবনে কাস্টমস এবং ইমিগ্রেশন এক সাথে কাজ করে। আর এটা ভারতে যাওয়া আসার প্রধান প্রবেশদ্বার। সেই অনুযায়ী এর নামকরন ছিল।

এ বিষয় ওসি আহসান কবির এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এটাতো আমার জানা নেই। কোথায় এটা ঝুলানো হয়েছে বলে তিনি উল্টা প্রশ্ন করেন। এটা কি দায়িত্বশীল কর্মকর্তার জানার বিষয় নয়?বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমার নিকট জানতে চাইলে তিনি বলেন দুইটার মধ্যে তেমন পার্থ্যক্য আছে কি? ইমিগ্রেশন এর নাম উঠিয়ে শুধু কাস্টমস হাউজের নাম লেখা পার্থক্যতো অবশ্যই আছে বললে তিনি বলেন, ওই গেটটি দীর্ঘদিন বন্ধ ছিল । এখন সেটা খুলে দেওয়া হয়েছে শুধু কাস্টমস অফিসারদের যাতায়াতের জন্য। তার জন্য নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টমস হাউজ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION