1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মনিরামপুরে নতুন করে নার্স সহ সাত জনের দেহে করোনা শনাক্ত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪২ বার সংবাদটি পাঠিত

কাজী সবুজঃ যশোর মণিরামপুরে নতুন করে সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) যশোর সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে হাসপাতালের স্টাফ, এনজিও কর্মী ও পল্লীবিদ্যুতের স্টাফ রয়েছেন। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করোনা শনাক্ত সাতজন হলেন, মণিরামপুর হাসপাতালের নার্স সুমিত্রা মন্ডল, উপজেলার চালুয়াহাটি গ্রামের আব্দুর রাজ্জাক, মুজগুন্নি গ্রামের সমাধান, এনজিও কর্মী আজাদ হোসেন, মোহনপুর গ্রামের পল্লী বিদ্যুতের কর্মী রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের ‘আশা’ এনজিও’র কর্মী সেলিনা পারভিন, মণিরামপুরের শ্যামকুড় গ্রামের শাহিদা বেগম এবং ঢাকুরিয়া গ্রামের আজিবার রহমান।
ডা. অনুপ কুমার বসু বলেন, গত শনিবার ও রোববার (১৮ ও ১৯ জুলাই) মণিরামপুর হাসপাতাল থেকে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। তাদের মধ্যে মঙ্গলবারে (২১জুলাই)সাতজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি লকডাউন করতে ইতিমধ্যে প্রশাসনকে তালিকা দেওয়া হয়েছে।
এই পর্যন্ত মণিরামপুরে মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে ৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ২৬ জন বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডা. অনুপ কুমার বসু।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION