তাসনিমুল হাসানঃ রংপুরের মিঠাপুকুরে করোনাভাইরাস দুর্যোগকালে সামনের সারির যোদ্ধা হিসেবে নিজস্ব অর্থায়নে ”করোনায় স্বেচ্ছাসেবী” মিঠাপুকুর টিমের থানা সমন্বয়ক মুরাদ খানের নেতৃত্বে ৫০০ মাস্ক ও ২ টি থার্মাল স্ক্যানার নিয়ে অভিজানে নামে সংগঠনটি।
করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আজ ১৮ জুলাই শনিবার সংগঠনটির উদ্যোগে মিঠাপুকুরের ৩ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক বিতরন ও সবাইকে স্বাস্থবিধি নিশ্চিত করার আহবান জানানো হয়।
করোনার প্রাদুর্ভাবে থার্মাল স্ক্যানারের ব্যবহার জরুরি হয়ে পড়েছে। শরীরের তাপমাত্রা শনাক্তকরণের এই যন্ত্র বিশেষত বিদেশফেরত অন্য বিভাগ ও জেলা থেকে আগত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য খুব কাজের।
করোনায় স্বেচ্ছাসেবী সংগঠন এর থানা সমন্বয়ক মুরাদ খান বলেন, আমাদের মিঠাপুকুর উপজেলায় বাইরে থেকে যারা আসছেন প্রত্যেককে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে। আজ থেকে এই কার্যক্রম আব্যহত থাকবে।