1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

পরপর তিনদিনে ৪টা দাফন সম্পন্ন করল ‘তাকওয়া ফাউন্ডেশনের যশোরের মনিরামপুর টিম

  • প্রকাশের সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২০৩ বার সংবাদটি পাঠিত

কাজী সবুজঃ যশোরের মনিরামপুর থানায় পরপর তিনদিনে ৪টা দাফন করেছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোরের মনিরামপুর টিম। বৃহস্পতিবারে মাগরিবের সময় তাদের কাছে দুইটা মৃতের সংবাদ আসে, একজন মোহনপুর গ্রামের হায়দার আলীর স্ত্রী ও অপরজন হোগলাডাঙা গ্রামের শওকত হোসেন। অতঃপর একই সময়ে দুইটা দাফন করার জন্য টিম ২ভাগে ভাগ হয়ে কাজ চলমান রাখে। একটি টিম হোগলাডাঙায় ও একটি টিম মোহনপুরে কাফন দাফন কার্য শেষ করে তারা আবার অপরটিমকে সাহায্যের জন্য যায়। রাত ৯টায় হোগলাডাঙায় শওকত আলীর জানযা শেষে দাফন সম্পন্ন করে। শুক্রবার বিকালে খবর আসে জালঝাড়া বউবাজারে আব্দুল লতিফ সাহেব ইন্তেকাল করছে। সেইদিন মাগরিবের পর জালঝাড়া বউবাজারের আব্দুল লতিফ সাহেবের দাফনের উদ্দেশ্যে বের হয়ে এশার পর জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করে তাকওয়া ফাউন্ডেশনের সেচ্ছাসেবকরা। সেইদিন মাঝরাতে তাদের কাছে খবর আসে মোহনপুরের নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন, সকালে তাকওয়া ফাউন্ডেশনের সেচ্ছাসেবক টিম মৃতের গোসল শেষে মনিরামপুর ফায়ার সার্ভিসের সামনে জানাজার নামাজের পর মাসনা মাদ্রাসার কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করে, মোহনপুর কাফন দাফনের সময় উপস্থিত ছিল তাকওয়া ফাউন্ডেশনের মিডিয়া পার্টনার প্রতিদিনের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তাকিম সাকিব। দাফনে অংশগ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য আশরাফ ইয়াসিন, সমন্বয়কারী নাছিম খান, , মাওঃ মুহিবুল্লাহ, মোঃ ইউসুফ আলী, হাসান আল মামুন, মাহমুদুল হাসান, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, তাহমিদ খান, আরিফুল ইসলাম ও কাজী সবুজ প্রমুখ। ও মহিলা সদস্য মুক্তি বেগম ও মাজেদা বেগম অংশগ্রহন করে।
করোনা নিশ্চিত / উপসর্গ / স্বাভাবিক মৃত্যুর শরিয়ত সম্মত কাফন-দাফনের জন্য যোগাযোগ করুন।আশরাফ ইয়াছিন ০১৯৬১৬০৪১৭৭
নাসিম খান ০১৯১১৬০৪৫২৪।
বিঃ দ্রঃ তাকওয়া ফাউন্ডেশন যশোর টিম দাফনের জন্য মৃত পরিবার হতে (পরিবহন খরচ/ যাতায়াত ভাড়া/ মাস্ক/গ্লাভস/ পিপিই/ সেনিটারিজ/ স্প্রে) কোন প্রকার খরচ গ্রহন করেনা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION