1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত ১৫ মৃত্যু-১ মোট আক্রান্ত ১২২৫ ও মারাগেছে ১৮জন

  • প্রকাশের সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬২ বার সংবাদটি পাঠিত

শহিদ জয়, যশোর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছে। নতুন করে মারা গেছে ১জন। এ নিয়ে যশোর জেলায় গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তর সংখ্যা ১২২৫জন। মারাগেছে ১৮জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬২৮জন। যশোরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কেশবপুর উপজেলায় জাহিদা (৫০) নামে এক গৃহবধূ মারা গেছে। গত ১৩ জুলাই উক্ত গৃহবধূর শরীর থেকে নমুনা নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি মারা গেছেন। এছাড়া, ১৭ জুলাই শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৪৯টি রিপোর্ট পেশ করেন। এর মধ্যে যশোর জেলায় ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। পজিটিভ রোগীদের মধ্যে যশোরের কেশবপুর উপজেলায় ৬জন, বাঘারপাড়া উপজেলায় ৪জন,সদর উপজেলায় ৩জন, অভয়নগর উপজেলায় ২জন। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,বৃহস্পতিবার যশোর জেলা থেকে ২শ’ ১৯টি নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার ১৬ জুলাই পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১০৪৫ নমুনার রিপোর্ট পেন্ডিং রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION