যশোর প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ বৃহস্পতিবার যশোর জেলায় ৪৯টি নমুনা পরীক্ষা করে ১৫টি পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়েছে৷
বৃৃৃৃহস্পতিবার এই ল্যাবে যশোর জেলার মোট ৪৯টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দপ্তরে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।
যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোরে মোট ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১৫টি পজেটিভ রিপোর্ট শনাক্ত।
যশোরের যে ১৫টি নমুনা পজেটিভ ফল দিয়েছে তার মধ্যে সদর উপজেলার ৩টি,বাঘারপাড়া উপজেলার ৪টি,অভয়নগর উপজেলার ২টি,কেশবপূর ৬টি, কতটি নতুন আর কতটি ফলোআপ তা খতিয়ে দেখছে সিভিল সার্জনের দপ্তর। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবু মাউদ বলেন আজ ৪৯টি নমুনার মধ্যে নতুন ১৫জন পজেটিভ শনাক্ত৷ স্থানিয় প্রশাসন করোনা পজেটিভ শনাক্ত ব্যাক্তি দের ঠিকানা শনাক্ত করে আইনগত ব্যাবস্থা নেবেন৷