স্টাফ রিপোর্টারঃ যশোর সদরের ভাতুড়িয়া হাইস্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক ফুলের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাসিরের বিরুদ্ধে ফুলের দায়ের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন নাসির। একই সাথে ফুলের বক্তব্য প্রত্যাহার করে তাকে নিঃশর্তে ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটামও দেন । অন্যথায় ফুলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান মি.নাসির। এর আগে আব্দুর রাজ্জাক ফুল অভিযোগ করেন, যশোর সদরের ভাতুড়িয়া হাইস্কুল এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি হতে এমপির ডিওলেটারকে গুরুত্ব দেয়নি শিক্ষাবোর্ড চেয়ারম্যান। চেয়ারম্যানের খাঁস লোক প্রচার করে এডহক কমিটির সভাপতি হতে এমপি চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুলের কাছে ৩০ হাজার টাকা ঘুষ চেয়েছেন নাসির। টাকা না দেয়ায় একজন হত্যা মামলার আসামি( সেলিম রেজা পান্নু)কে প্রতিষ্ঠানের এডহক সভাপতি করা হয়েছে। ফুল অভিযোগ করেন ফলের দাবি, ভাতুড়িয়া হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ডিওলেটারের মাধ্যমে তাকে সভাপতি হওয়ার সুপারিশ করেছিলেন। যা তিনি ভাতুড়িয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বোর্ড চেয়ারম্যান বরাবর প্রদান করেন। কিন্তু তিনি টাকা না দেয়ায় সভাপতি হতে পারেন নি। একই সাথে বহিস্কিত নেতা বলেও তার দেয় প্রেসবিজ্ঞপ্তিতিতে নাসিরকে আখ্যায়িত করেন ফুল। যা মিডিয়াতে প্রকাশিত হয়। এদিকে মিডিয়ায় সংবাদ প্রকাশের পর, বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাসির দাবি করেন , ভাতুড়িয়া হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি পদে এমপি কাজী নাবিল আহমেদ কাকে ডিও লেটার দিয়েছেন সেটা তার জানার বিষয় নয়। আব্দুল রাজ্জাক ফুলের সঙ্গে হাই স্কুল এন্ড কলেজের সভাপতি বানানোর বা না বানানোর বিষয়ে কোন প্রকার আলাপ আলোচনা আজো অব্দি
হয়নি তার। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নাম ব্যবহার করে আব্দুর রাজ্জাক ফুলের কাছে ৩০ হাজার টাকা চাওয়ার কোন প্রশ্নই উঠে না। এ ছাড়া বর্তমানে জেলা কমিটির ভাইটাল একটা পোস্ট থাকা সত্¦েও তাকে বহিস্কৃত শ্রমিক নেতা আখ্যা দেয়া নিয়েও তীব্র প্রতিবাদ জানান তিনি। এসব অভিযোগ আনায় নাসিরের সন্মানহানী হয়েছে উল্লেখ করে তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন তিনি। অন্যথায় আব্দুর রাজ্জাক ফুলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুসিয়ারি দেন। জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার ব্যানার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম সাইদ সিদ্দিকি, শাহীন মাহমুদ, ইজিবাইক শ্রমিক সংগঠনের নেতা মোহাম্মদ মুন্না।