শহিদ জয় যশোর প্রতিনিধিঃ যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় ১১শ’ ছুঁইছুঁই। গত ২৪ ঘন্টায় নতুন করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবিকা নাসরিন সুলতানা ও তত্ত্বাবধায়কের স্টোনো শাহনাজ পারভীনসহ যশোর জেলায় ৩৭জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি দু’জন মারা গেছে। এরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়ার শর্মিলা (৫০) ও যশোরের চৌগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের আলী হোসেন সরদার (৭৫)। শর্মিলার শরীর থেকে নমুনা ১১ জুলাই ও আলী হোসেন সরদারের শরীর থেকে নমুনা ১২ জুলাই নেওয়া হয়েছিল। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মঙ্গলবার ১৪ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৯৯টি নমুনার রিপোর্ট পেশ করেন। এর মধ্যে ৩৭টি পজিটিভ আসে। এর মধ্যে যশোর সদর উপজেলার ৩৪ জন ও শার্শা উপজেলায় ৩জন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র সেবিকা নাসরিন সুলতানা (৩৯) ও স্টোনো শাহনাজ পারভীন (৫০)সহ জেলায় স্বাস্থ্য বিভাগে ১০৩জন এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। গত ১০ মার্চ থেকে সোমবার ১৩ জুলাই পর্যন্ত নমুনার মধ্যে পেন্ডিং রয়েছে ১০০৮ জনের। মঙ্গলবার ১৪ জুলাই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ৫৬টি নমুনা, ঝিকরগাছা উপজেলায় ১২টি,চৌগাছা উপজেলায় ৫টি,মণিরামপুর উপজেলায় ৫টি,কেশবপুর উপজেলায় ১টি,বাঘারপাড়া উপজেলায় ৫টি ও অভয়নগর উপজেলা থেকে ১৫টি মোট ৯৯ টি নমুনা প্রস্তুত করা হয়েছে। যশোর সদর উপজেলা থেকে সংগ্রহকৃত নমুনা আসার পর সেগুলি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হবে বলে সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন।