1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

যশোরে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত জেলায় মোট আক্রান্ত ৯৭৮ জন

  • প্রকাশের সময় শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১৩১ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টারঃ যশোরে নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯৭৮ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৪ জন আর সুস্থ হয়েছেন ৩৭৬ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের,
মাগুরার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের,
বাগেরহাটের ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও সাতক্ষীরার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের
নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা পজিটিভ এবং ২০৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে তিনি জানান।
এবিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফলাফলে ৩১ আক্রান্ত হয়েছেন। এ তালিকায় যারা তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আক্রান্তদের ঠিকানা নিশ্চিত হয়ে সেসব এলাকা লকডাউন করার চেষ্টা করা হবে বলে সিভিল সার্জন জানান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION