1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু

  • প্রকাশের সময় রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৬ বার সংবাদটি পাঠিত

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যান ২৯ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২০৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ২০৭৩৮ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩২৮৮ জন।

আজ রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার। তবে সাড়ে ৬৩ লাখ ৫৪ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION