শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের নারানপুর গ্রামে বাড়ি জাকির হোসেন (৫০) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার মারা যান।মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো হয়। বুধবার দুপুরে ওই রিপোর্টটি পজেটিভ এসেছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
ডাক্তার ইউসুফ আলী বলেন,মৃত্যু ব্যক্তি ছাড়াও শার্শা উপজেলায় আরো পাঁচ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে বেনাপোলেই তিন।
আক্রান্তরা হচ্ছেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে কর্মরত একজন পুলিশ কনস্টেবল(৪১), বেনাপোল পৌরসভার একজন কর্মকর্তা(৩৭),একজনের বাড়ি ছোট আচড়া গ্রামে অপর দুই জনের বাড়ি শার্শার উলাশি ইউনিয়নের লাউতাড়া(২৪) ও জিরেনগাছা (৩২)গ্রামে।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলেন ইউসুফ।