মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার দেবিদাসপুর গ্রামের উত্তম মজুমদার(বাচ্চু)। বাচ্চু মণিরামপুর পাইকারি কাঁচা বাজারের আড়ৎ ব্যবসায়ী।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান ,গত সোমবার (২২ জুন) জ্বর,সর্দিকাঁশি নিয়ে মণিরামপুর হাসপাতালে আসেন উত্তম মজুমদার(বাচ্চু)।তখন তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ (বুধবার) যশোর সিভিল সার্জন অফিস থেকে তার শরিলে করোনা পজেটিভ বলে জানাই।আক্রান্ত বাচ্চুর দেহে জ্বর বা সর্দিকাঁশি নেই। তিনি তিনদিন ধরে হোম আইসোলেশনে আছেন।এখন তার শরিল ভালো আছে। এই নিয়ে মণিরামপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন।
সদ্য করোনায় আক্রান্ত এই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করতে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সার্বিক নির্দেশনায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারের নেতৃত্বে ডাঃমোসাব্বিরুল ইসলাম রিফাত করোনা পজেটিভ রোগীর বাড়িতে যেয়ে তাকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন।এসময় মণিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক,ইউনিয়ন সচিব,মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আক্তার হোসেন, স্বেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন,স্বেচ্ছাসেবী টিমের স্বেচ্ছাসেবী সবুজ ও সাংবাদিক আব্দুল্লাহ সোহান সেখানে উপস্থিত ছিলেন।