1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

সল্প সময়ে ইরানীদের করোনা মুক্তির রহস্য

  • প্রকাশের সময় বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১৭০ বার সংবাদটি পাঠিত

হাবিপ্রবি প্রতিনিধিঃ বর্তমান পেক্ষাপটে একটি উপকারী সুন্নতি ঔষধ ইমাম মুসা কাযেম (রহ.) এর নির্দেশনায় ওষুধ( দারুয়ে ইমাম মুসা কাজেম রহঃ)।

ঔষধটি তৈরি এবং ব্যবহার করার পদ্ধতি :

এ ঔষধ যাবতীয় ভাইরাসের কারণে সৃষ্ট সিজনাল ফ্লু,সর্দিকাশি, ঠান্ডা, গলার সব ধরণের রোগ, জ্বর, গা ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো… প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। তিব্বে ইসলামী এবং তিব্বে আহ্লুল বাইত (আ.) এর মুজেযা (মিরাকল) ক্যাটেগরির ওষুধ এটা! পরীক্ষিত ইসলামিক এবং প্রাকৃতিক ভ্যাকসিন এ ঔষুধ।

শীত কালে ঠান্ডা লাগার চিকিৎসার জন্য এ ঔষুধের ফর্মুলা :

১. শুকনো হরিতকি (কালো রঙের) – کالی ھڑ/ھریڑ/ھلیلہ سیاه
– black mayrobalan
২. مصطکی৷ mastic(resin) মস্তকী
৩.লাল চিনি/গুড় /brown sugar

গরমকালে সর্দিগর্মির চিকিৎসার জন্য ঔষুধের ফর্মুলা :

১.শুকনো হরিতকি (কালো রঙের) – کالی ھڑ/ھریر/ھلیلہ سیاہ – black myrobalan
২. মৌরি – سونف সওঁফ – fennel seeds
৩. লাল চিনি / গুড় / brown sugar

প্রস্তুত প্রণালী :

প্রতিটি উপকরণ :
সমপরিমাণ করে
২০ / ৫০/ ১০০ গ্রাম মিক্স করে পিষে নিন অথবা গ্রাইন্ডারে গুড়ো করুন

প্রতিষেধক (প্রিভেনশন ) হিসেবে প্রতি ১০ দিনে ১ দিন রাতের বেলা ঘুমানোর আগে
এক চা চামচ পাউডার, পানি ছাড়াই সেবন করুন, ১ ঘন্টা খাবার খাওয়া ও পানি পান করা যাবে না । এ সময়, ওষুধ ধীরে ধীরে মুখের লালার সাথে মিশে যাবে।

চিকিৎসার (ট্রিটমেন্ট) জন্যে পরপর ৩ রাত ঘুমানোর আগে
এক চা চামচ পাউডার , পানি ছাড়াই সেবন করুন, ১ ঘন্টা খাবার খাওয়া ও পানি পান করা যাবে না এ সময়, ওষুধ ধীরে ধীরে মুখের লালার সাথে মিশে কাজ করবে।

দুই বছরের বয়সের নিচে ১/৪ চা চামচ
বাচ্চার মুখের ভিতরে গালে দিয়ে দিবেন একটু একটু করে
দুই বছরের চেয়ে বড় শিশুদেরকে ১/৩ চা চামচ অল্প অল্প করে মুখে দিয়ে দেবেন।

এ ওষুধ শুকনো পাউডার হওয়ার কারণে বাচ্চাদের দম যাতে আটকে না যায় সে জন্য
মনোযোগ দিয়ে খেয়াল করে যত্নের সাথে … মুখের ভিতরে গালে আঙুল দিয়ে এ ওষুধটা খাওয়াবেন ।
উল্লেখ্য : ইরানে করোনা রোগীদের সেবাপ্রদানে একটি যুবকদের টিম এই ঔষধ সেবনের পর বিভিন্ন হসপাতালে সেবামুলক কাজে নিয়োজিত হন এবং তারা করোনা ভাইরাসে আক্রান্ত হননি

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION