মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে নতুন করে আরো দুইজন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই ব্যাক্তি মোফাজ্জজেল ও সোবহান।এইনিয়ে মনিরামপুরে মোট করোনাই আক্রান্তর সংখ্যা দাড়ালো-১৮ জনে।
মোফাজ্জেল মনিরামপুর উপজেলার কাশিমনগরের বাসিন্দা,চাকরির সুবাদে সে নওয়াপাড়াতে থাকে। ১০ জুন থেকে তার জ্বর জ্বর ও কাঁশি শুরু হয়।তাই তিনি গত ৮ দিন আগে তার গ্রামের বাড়ি কাশিমনগরে চলে আসেন। এরপর রোববার (২১ জুন) মণিরামপুর হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ (মঙ্গলবারে) তার রিপোর্ট পজেটিভ আসে।
মোফাজ্জেল হোসেন বলেন, গত দুই দিন ধরে হালকা জ্বর ও কাঁশি আছে। বাড়িতে আসার পর থেকে আমি আলাদা ঘরে থাকছি।
অপার আক্রান্ত ব্যাক্তির নাম সোবহান।সোবহান উপজেলা বালিয়াডাঙ্গা,খানপুরের বাসিন্দা।তিনি মাইক্রোবাসের ড্রাইভার। মনিরামপুর মাইক্রো স্টান্ডে বহুদিন ধরে মাইক্রোবাসের ড্রাইভারি করে আসছে।
ড্রাইভার সোবহান বলেন, অনেকদিন ধরে কাঁশি হচ্ছে। কয়দিন আগে গাড়ি ধুয়েছি। এরপর জ্বর আসে। রোববার (২১ জুন) হাসপাতালে গেলে ডাক্তাররা নমুনা নেয়। আজ সকালে খবর আসে আমি করোনা ভাইরাসে আক্রান্ত।
আজ সন্ধায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত তাদের বাড়িতে গিয়ে হোম আইসোলেশন নিশ্চিত করেন এ সময় উপস্থিত ছিলেন সংবাদকর্মী আব্দুল্লাহ সোহান, উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার উপজেলা মেন্টার আল হেলাল মামুন, স্বেচ্ছাসেবক সবুজ সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সদস্য