স্টাফ রিপোর্টারঃ মণিরামপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আহসান উল্লাহ শরিফী সদ্য খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে ‘দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকা’ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও প্রসংশাপত্র প্রদান করেছেন।
শনিবার সকালে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোসাব্বিরুল রিফাত, নিউজ রুম এডিটর তহিদুজ্জামান সজীব, কাজী সবুজ জনাব আহসান উল্লাহ শরিফীকে উক্ত অভিনন্দন পত্র প্রদান করেন।
সম্নাননা প্রদান কালে মোস্তাকিম আল রাব্বি সাকিব বলেন,আহসান উল্লাহ শরিফী করোনা কালীন সময়ে ছুটে বেড়িয়েছে রাস্তা-ঘাটে ও বিভিন্ন যানবাহন, ব্যাবসা প্রতিষ্ঠানের অনিয়ম ধরতে। কি গরম আর কি বর্ষা,কোন কিছুই তাকে আটকাতে পারেনি।করোনা কালীন সময়ে সরকারের পাশাপাশি নিজ অর্থায়নে ত্রান ও আর্থিক সহায়তা নিয়ে দাড়িয়েছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে।
যেখানে অনেক সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত হচ্ছেন দিনের পর দিন। তবুও তিনি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে ছুটে চলছেন দিকবিদিক। মানবিক এই কর্মকর্তার স্বভাব-শুলভ যেমন মানবিক, তার অন্যায় বিচার প্রক্রিয়া তেমনই কঠিন।অনেককেই অর্থদণ্ড গুনতে হয়েছে অনিয়মের দরূণ।যেখানে উপজেলার অনেক জনপ্রতিনিধি নিরব দর্শকের ভুমিকা পালন করেছে,সেখানে তিনি বসে না থেকে ছুটে চলেছে অসহায় মানুষের কাছে।দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সুযােগ পেলেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তিনি।
প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যোগ নিজের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করেছেন।তার এই মানবিক গুণাবলী এবং উদারতা মনিরামপুরের মানুষের মন জয় করে নিয়েছে।