1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যেখানে মানুষের জীবন মৃত্যু নিয়ে শঙ্কা সেখানে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী

  • প্রকাশের সময় শনিবার, ২০ জুন, ২০২০
  • ২০২ বার সংবাদটি পাঠিত

শুভ আকবর-চট্টগ্রাম প্রতিনিধিঃএকদিকে, বিশ্বজুড়ে চলছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই এ মহামারি কেড়ে নিচ্ছে হাজারো মানুষের জীবন, থমকে আছে গোটা বিশ্ব। যার ফলস্বরূপ এ মহামারি থেকে বাঁচতে মানুষের মাঝে বেড়েছে স্বাস্থ্য সচেতনা। আর এই সুযোগে বাজারে ছেয়ে গেছে নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিভিন্ন কোম্পানির নকল জীবাণুনাশক। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা দেখা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে বন্দরনগরীর বিভিন্ন জায়গায় এই ধরনের নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাওয়া যাচ্ছে ভ্রাম্যমাণ দোকানে, রাস্তার পাশেই চলছে এসব নকল পণ্যের অবাদ ক্রয় বিক্রয়। করোনার প্রাদুর্ভাবের পর থেকে মানুষের মাঝে জীবাণুনাশক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এমন সুযোগ নিচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকার অস্থায়ী দোকানগুলোতে এই ধরনের নকল জীবণুনাশক পণ্য বিক্রি করা হচ্ছে।
গতকাল নগরীর আগ্রাবাদ এলাকায় পুলিশের এক কর্মকর্তার চোখে পড়ে এক দোকানে বিক্রি হওয়া নকল হেক্সিসল, যা আসল হেক্সিসলের বোতলে শুধু রং মিশানো পানি ছাড়া আর কিছুই নয়। পরে পুলিশ কর্মকর্তা সকল নকল পন্য নষ্ট করেন এবং দোকানীকে এসব পন্য বিক্রির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী জানান, পাশাপাশি জনসাধারণকেও সচেতন হওয়ার কথা জানান তিনি।

এ বিষয়ে কিছু কিছু ক্রেতারা জানান, অধিকাংশ পণ্যে উৎপাদন ও মেয়াদের কোনো তারিখ নেই। পণ্যগুলো কোন প্রতিষ্ঠান আমদানি করছে তাও কোথাও উল্লেখ নেই। তারপরও এসব পণ্য কিনছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে কোনো যাচাই-বাচাই করা হচ্ছে না।
রসায়নবিদরা জানিয়েছেন, হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালোভেরা অয়েল, গ্লিসারিনসহ নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। মানবত্বকের সহনশীল মাত্রা অনুযায়ী এগুলো ব্যবহার করতে হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম আবে কাউছার বলেন, ল্যাবে পরিমাণ মতো রাসায়নিক দ্রব্য ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে হয়। উপকরণ কমবেশি হলে ত্বকের ক্ষতি হবে। পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় এই ধরনের রাসায়নিক দ্রব্য শরীরের ব্যবহারের ফলে নানা সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, এসব নকল পণ্য ব্যবহার করে জীবাণুমুক্ত হতে গিয়ে উল্টো ত্বকের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শরীরে চর্মরোগের বিস্তার ঘটাতে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান ডা. রফিকুল মাওলা বলেন, “নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। যেগুলো ত্বকের ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশাসসহ নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। তখন জীবাণুমুক্ত হতে গিয়ে উল্টো শরীরে রোগবালাই ছড়াবে। তাই আসল এবং নকল পণ্য দেখে কিনতে হবে।”

ওষুধ প্রশাসন বলছে, একদল অসাধু ব্যক্তি বাজারে নকল হ্যান্ড স্যানিটাইজার ছেড়েছে। তারা এই সুযোগ নকল পণ্য বিক্রি করে মানুষকে প্রতারিত করছে।

ঔষধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান বলেন, “নকল হ্যান্ড স্যানিটাইজারগুলো বেশিরভাগই ভ্রাম্যমাণ দোকানগুলোতে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে আমরা খবর পেয়েছি। নকল জীবাণুনাশক পণ্য বাজার থেকে সরাতে অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”

তিনি আরও বলেন, নকল পণ্যগুলো একটু খেয়াল করলেই চিনতে পারবেন ক্রেতারা। তাই ক্রেতাদের সচেতন হতে হবে। ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে হ্যান্ড স্যানিটাইজার না কিনে রেজিস্ট্রার্ড দোকানগুলো থেকে কিনতে হবে। তখন নকল পণ্য পাওয়ার সম্ভাবনা কম থাকে।

এদিকে নকল জীবাণুনাশক সামগ্রী বিক্রি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION