আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে এক ইউপি মেম্বরের উপস্থিতিতে বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে।উপজেলার গড়ভাংগা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার গড়ভাংগা এলাকার ডোংগাঘাটা গ্রামের শুশান্ত মন্ডল ওরফে মেঝে মনি তার ছেলে সুমন কে করোনার মধ্যেই গত মার্চ মাসে অভয়নগর উপজেলার সমোশপুর গ্রামের ঠাকুর রায়ের মেয়ে পিংকির সাথে বিয়ে দেয়। পিংকি ঐ গ্রামের আব্দুল হামিদ টি.এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ছিলেন। ঐ বিয়ে অনুষ্ঠানে ডোংগাঘাটা গ্রামের মেম্বর স্বয়ং উপস্থিত ছিল বলে ছেলের বাবা সাংবাদিকদের জানান। এব্যাপারে ইউপি মেম্বর আব্দুল আহাদ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শিকার করে বলেন, তারা প্রেম করে বিয়ে করেছে। এলাকার সচেতনমহল এহেন বাল্য বিয়ের তীব্র বিরোধিতা করে অবিলম্বে তাদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।