আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মেয়ে জয়নাব আক্তার। সে ঢাকায় করোনা আক্রান্ত। ল্যাব এইড ধানমন্ডি শাখায় কর্মরত ছিলেন তিনি। বিগত দুইদিন আগে তার করোনা পজেটিভ ধরা পড়ে। কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর মানবেতর জীবণ পার করছিলেন জয়নাব আক্তার।
এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন ঢাকাস্থ মণিরামপুরের মেয়ে সানজিদা জেরিন। রবিবার সকালে জেরিন তার পরিবারের লোকের কাছে ব্যাপারটি জানতে পারে। নিজের এবং জয়নাব আক্তারের পরিবারের আর্থিক সহায়তায় মেডিসিন, হ্যান্ড স্যানিটাইজার, মাউত ওয়াশ সহ প্রয়োজনীয় মেডিসিন করোনা ইউনিটে পৌছায় দেয় সানজিদা জেরিন।
জয়নাব আক্তারের সমস্ত প্রয়োজনীয় জিনিস পরিবহনের দায়িত্ব জেরিন তার নিজের কাধে তুলে নেয়। করোনার কারণে পুরো বিশ্বের মানুষ যেখানে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন ঠিক সেই সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সানজিদা জেরিন। মণিরামপুরের অসহায়দের মাঝে একাধিকবার নিজ অর্থায়নে খাবার সামগ্রী বিতরণ করেছে সে। তার এমন কাজকে সাধু্বাদ জানিয়েছে এলাকার সুশিল সমাজ।